চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীনের এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তাঁর পুত্র মীর হেলাল।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এনজিওগ্রাম সম্পন্ন হয়। পাশিপাশি তাঁর প্রয়োজনীয় চিকিৎসাও উক্ত হাসপাতালে দেওয়া হয়েছে।
জানা গেছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে গত ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে এয়ার এম্বুলেন্সে করে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার আগে দু’সপ্তাহেরও বেশী সময় ধরে তিনি ঢাকার ইউনাইটেড হসপিটালের আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন। পরে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাঁকে তাঁর পরিবারের সদস্যরা মাউন্ট এলিজাবেথে ভর্তি করার সিদ্ধান্ত নেয়।
সেসময় মীর মোহাম্মদ নাছির উদ্দীনের পরিপূর্ণ সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মীর হেলাল। এরপর চট্টগ্রামসহ দেশে ও দেশের বাইরে অগণিত মানুষ তাঁর সুস্থতা কামনায় দোয়া করেছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ