পড়া হয়েছে: ৪৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হলেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ। তিনি সবশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের কমান্ড্যান্ট পদে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি আর্মড ব্যাটালিয়ন পুলিশেও দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
জানা যায়, হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ ছাড়া পুলিশের ডিআইজি পদমর্যাদার আরও ৬৩ জন কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদেও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তাঁর বাড়ি শরীয়তপুর জেলার সফিপুর থানা এলাকায়।
চাটগাঁ নিউজ/এসএ