পড়া হয়েছে: ৪১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ে (সিআরবি) বসেছে কাওয়ালী জলসা। এটিকে ঘিরে অনুষ্ঠান স্থালে এসেছেন হাজার হাজার শ্রোতা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদে মাগরিব থেকে শুরু হয় এই কাওয়ালী জলসা।
মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে শানে মোস্তফা (স.) ও কাওয়ালী জলসার আয়োজন করেছে চট্টগ্রামের পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদ।
মঞ্চে একের পর এক কাওয়ালী গান গাইছেন চট্টগ্রামের ইসলামী ঘরোয়ানা শিল্পগোষ্ঠী পারাবার, পানজেরী, দুর্নিবার ও দর্পণের শিল্পীরা।
এদিকে অনুষ্ঠানের শুরুর পর থেকে সিআরবি এলাকায় আসতে শুরু করেছেন হাজার হাজার কাওয়ালী প্রেমি শ্রোতারা। তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জড়ো হন মঞ্চের আশেপাশে। একের পর এক চলছে দফের তালে রাসুলের গান। শিল্পীদের সঙ্গে ঠোঁট মিলাচ্ছেন তরুণ শ্রোতারাও।
চাটগাঁ নিউজ/এআইকে