সিআইপি নির্বাচিত হলেন ফটিকছড়ির নাসির উদ্দিন

চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন’ তথা সিআইপি হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির সন্তান মোহাম্মদ নাসির উদ্দিন। এ উপলক্ষে ঢাকায় জমকালো আয়োজনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাত থেকে তিনি ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

মোহাম্মদ নাসির উদ্দিন একজন ওমান প্রবাসী বিশিষ্ট গাড়ি ও স্পেয়ার পার্টস ব্যবসায়ী। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার ৬ নং ওয়ার্ড নাজিরহাট পৌরসভার তিতা গাজীর বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ ইসলাম ও মায়ের নাম সালেমা বেগম। ৫ ভাই ৬ বোনের মধ্যে তিনি তৃতীয়জন।

১৯৭২ সালে জন্ম নেয়া মোহাম্মদ নাসির ভাগ্য ফেরাতে বিদেশ পারি জমান ১৯৯১ সালের ২৭ নভেম্বর। সেখানে তিনি ‘গ্লোবাল মডার্ণ প্রজেক্ট’ নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করান। প্রতিষ্ঠানটি মূলত গাড়ির এক্সেসারিজ, স্পেয়ার পার্টস ক্রয় বিক্রয়সহ পাইকারি ও খুচরা বিক্রির জন্য প্রসিদ্ধ। ধীরে ধীরে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে তিনি রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। তারই অবদানসরূপ তিনি ‘সিআইপি’ মর্যাদা অর্জন করেন।

জানা গেছে, সিআইপি হওয়া ব্যক্তিরা সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

এছাড়া দেশ-বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে বিদেশের বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এছাড়াও ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডলিংয়ের সুবিধাসহ আরও বেশকিছু সুবিধা সিআইপিরা পেয়ে থাকেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top