আমিরাত প্রতিনিধি: আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফার জবরুত স্টীলের স্বত্বাধিকারী,বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব জবরুত খাঁন বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি (C,I,P) নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফুলেল শুভেচ্ছা বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করা হয়।
বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) বাদে মাগরিব বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফাহ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ লোকমান তুহিনের স়ভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ সভাপতি পুলক বাবু, সাংগঠনিক সম্পাদক মামুন নূর, প্রচার সম্পাদক মোঃ বেলাল, ধর্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার, সদস্য আব্দুল মান্নান রাজ, আব্দুল আলিম,মোঃ শফিসহ অন্যান্য মোছাফফাহ কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এবারে বাংলাদেশের ৮৫ জন সিআইপি’র মধ্যে ৩১ জনই আমিরাত প্রবাসী। তাঁদের অধিকাংশই চট্টগ্রামের অধিবাসী। দেশের ৮৫ সিআইপির ৩২জনই চট্টগ্রামের! আলহাজ্ব মোহাম্মদ জবরুত খানই চট্টগ্রামের রাউজানের গর্বিত রেমিট্যান্স যোদ্ধা।