সিআইপি ইয়াছিন চৌধুরীর বাসভবনে হামলা-অগ্নিসংযোগ

রাউজান

রাউজান প্রতিনিধি:  রাউজানে সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  সোমবার (৩০ সেপ্টেম্বর) রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১ টার দিকে ২০টি মোটরসাইকেলযোগে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত তার বাড়িতে গিয়ে ভাঙ্গচুর চালায়। পরে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অগ্নিসংযোগের সময় সিআইপি ইয়াছিন চৌধুরীর বাড়িতে তার কেয়ারটেকার মোস্তফা ছাড়া আর কেউ ছিল না।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বলেন, একটি বাসা বাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম  বলেন, সিআইপির বাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ইয়াছিন চৌধুরী রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আস্থাভাজন ও ওমান প্রবাসী ব্যবসায়ী বলে জানায় স্থানীয়রা।

চাটগাঁ নিউজ/যুবায়ের/জেএইচ

Scroll to Top