সাভারে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে নিহত ১

চাটগাঁ নিউজ ডেস্ক : কোটা সংস্কারের দাবিতে সাভারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ফারহান শাইখ আশহাবুল ইয়ামিন (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে উপজেলার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাইখ আশহাবুল ইয়ামিন মিরপুরের এম আইএসটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ছিলেন।

শাইখ আশহাবুল ইয়ামিনের বাবা মো. মহিউদ্দিন জানান, সাভারের ব্যাংক টাউন এলাকায় থাকেন তারা। বৃহস্পতিবার শাইখ আশহাবুল ইয়ামিন ব্যাংক টাউন এলাকায় নামাজ পরে বাসস্ট্যান্ডে আন্দোলন দেখতে গিয়েছিলো। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। এ সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে শাইখ আশহাবুল ইয়ামিন নিহত হন।

সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, তার বুকের মধ্যে অনেক ছররা গুলি লেগেছে। বিকেল ৩টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, সকলের জানমাল রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। সাভারে কারো মৃত্যুর বিষয়টি এখনো জানা হয়নি।

চাটগাঁ নিউজ/এআইকে

 

Scroll to Top