সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদ আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদকে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর কোতোয়ালি থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

তিনি বলেন, আটকের বিষয়টি সত্য। তাকে খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) পক্ষ থেকে জানানো হবে।

জানা গেছে, হেলালুদ্দিন ১৯৮৮ সালে ৭ম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত হন। অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

গত ৫ আগস্ট দেশের গণ-অভ্যুত্থান পরবর্তী  তিনি আত্মগোপনে চলে  যান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top