সাবেক কাউন্সিলর লিটনের গোডাউনে ফের অভিযান

বিপুল ব্যান্ডরোল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের হালিশহরের রংগিপাড়ায় অভিযানের ১২ ঘন্টা পর ফের একাধিক গোডাউনে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে অভিযান শুরু করে হালিশহর এলাকার রামপুর ওয়ার্ডের নয়া বাজার, ধোয়াপাড়া, আমতলসহ একাধিক গোডাউনে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ডরোল উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল অভিযান চালাচ্ছে। সাথে ব্যাকআপ টিম হিসেবে হালিশহর থানার এসআই মোহাম্মদ কহিনুরের নেতৃত্ব এক দল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

জানা গেছে, পুলিশকে সাথে নিয়ে কাস্টমসের দলটি একাধিক গোডাউনে তল্লাশি চালাচ্ছেন। গোডাউন বানিয়ে সেখানে রাখা বিপুল পরিমাণ সিগারেটের ব্যান্ড রোলগুলো জব্দ করছে কাস্টমসের ভ্যাট কমিশন টিম।

কাস্টস ভ্যাট কমিশনের অতিরিক্ত কমিশনার তাফসির উদ্দিন ভূঁইয়া জানান, ‘অভিযান চলছে। তবে জব্দকৃত মালামাল ল্যাব টেস্টে পাঠানোর পর জানা যাবে এসব সিগারেটের ব্যান্ড রোলগুলো আসল কি নকল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু অবৈধ গোডাউনে রাখা হয়েছে, সেহেতু এগুলো নকল। যাচাই-বাছাই শেষে মামলা করা হবে এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও হালিশহরের রংগিপাড়া এলাকায় অভিযান চালান চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল। টানা ৩ ঘণ্টা অভিযানে ব্যান্ডরোল, সিগারেট পেপার ও টিপিন পেপার জব্দ করেছিলেন কাস্টমস কর্তৃপক্ষ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top