পড়া হয়েছে: ৪৩
চাটগাঁ নিউজ ডেস্ক: সাতকানিয়ার কেরানিহাটে অবস্থিত NBM 4 ব্রিকফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযান পরিচালনাকালে উক্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় NBM 4 ব্রিকফিল্ডের ম্যানেজার মো: শাহজাহান (৩৭), পিতা- মোশাররফ ,সাং- রসুলাবাদ, ৬নং ওয়ার্ড, সাতকানিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তিন লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ আনসার ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/ইউডি