সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
(১৮ অক্টোবর) মধ্য রাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এসময় ঘটনাস্থলে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, মোঃ নাইম উদ্দিন (২০), এবং মোহাম্মদ ফয়েজ (২০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীরা উভয়েই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
অভিযানে আইনানুগ সহযোগিতা প্রদান করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন জনস্বার্থে বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।