সাতকানিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে গিয়ে স্বতন্ত্র সমর্থককে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ সকালে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জনৈক মোঃ মঈনুল ইসলাম চৌধুরী (৪৮) একটি কালো ব্যাক প্যাক ব্যাগসহ আটক করা হয়।

এসময় ব্যাগ তল্লাশি করলে নগদ ৫ লক্ষ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব এর ঈগল প্রতীকের পক্ষে ভোটারদের বিতরণের উদ্দেশ্যে সে এই টাকা নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ঘুষ প্রদানের প্রস্তাব করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহায়তা প্রদান করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top