সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
১২ ফেব্রুয়ারি (বুধবার) এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এসময় অভিযানে সাতকানিয়া উপজেলাধীন মাদারবাড়ি, কেওচিয়াস্থ অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং (N.H.B) এর আগুন নিভিয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়াও দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (G.B.M) এর মালিকপক্ষ এবং ম্যানেজারকে লাইসেন্স হালনাগাদকরণ ব্যতীত উভয় ইট ভাটার কোন কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এই সময় সাংবাদিক ও পাশ্ববর্তী স্থানীয় ব্যক্তিবর্গেদের সম্মুখে আগামী ১ (এক) মাসের মধ্যে লাইসেন্সের কাগজপত্র হালনাগাদ করার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাদের কার্যক্রম নিজেরা বন্ধ করবেন মর্মে অঙ্গীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাতকানিয়া থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, উপজেলায় এধরণের যতগুলো ইটভাটা অবৈধভাবে তাঁদের কার্যক্রম পরিচালনা করছে তাঁদের বিরুদ্ধে জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন