পড়া হয়েছে: ৩৪
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের উদয়পুর মাঝিপাড়া এলাকায় মো: দিদারুল ইসলাম (৪২) নামের এক নির্মাণ শ্রমিক এর মৃত্যু হয়েছে। ড্রামট্রাক থেকে পা স্লিপ করে পরে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী চট্টগ্রামের আনোয়ারা বলে জানা গেছে।
সূত্র জানায়, শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৬ নং সাজেক ইউনিয়নের উদয়পুর মাঝিপাড়া নামক এলাকায় ড্রামট্রাক হতে পা স্লিপ করে নির্মাণ শ্রমিক মোঃ দিদারুল ইসলাম পাকা রাস্তায় পড়ে যায়।
পরে গুরুতর আহত হলে ২০ ইসিবি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করলে দুপুরের দিকে খাগড়াছড়ি সদর হাসপাতারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের লাশ ময়নাতদন্ত এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।