চাটগাঁ নিউজ ডেস্ক : পতেঙ্গার বহিঃনোঙ্গরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে পরিত্যাক্ত লোহা চুরির সময় ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে চুরির পাঁচ টন লোহা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু গ্যাসক্ষেত্রে অভিযান পরিচালনা করে তাদের আটক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আটক ৭ জন হলেন- মো. মফিজ (৪২), মো. সোহেল উদ্দিন (৩৮), মো. সজিব (২৪), মো. রেয়াজউদ্দিন (৩৩), মো. সজিব ফরাজী (২৪), মো. আমিনুল ইসলাম (২১), ও মো. ইমরান (২৯)।
রবিবার রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা শাকিব মেহবুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীস্থ বিসিজি আউটপোস্ট সাঙ্গু গ্যাসক্ষেত্রে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরির সময় হাতেনাতে একটি কাটিং মেশিন, ছয়টি গ্যাস সিলিন্ডার, দুটি লোহার মই, একটি হ্যান্ড লিভার, একটি কাঠের বোট, একটি লাইফ বোট মিলিয়ে মোট ৫ টন লোহাসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চাটগাঁ নিউজ/এসএ