পড়া হয়েছে: ৩২
সিপ্লাস ডেস্ক; রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিনের মেয়াদ ফের বাড়িয়েছেন ঢাকার আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আদালত মো. মেহেদী হাসান এই আদেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত শামস জামিনে থাকবেন।
এদিন শামস আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। গত ৯ এপ্রিল ঢাকার আরেকটি আদালত শামসকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। এর আগে ৩ এপ্রিল একই আইনে শাহবাগ থানায় করা আরেক মামলায় আদালত থেকে জামিন পান শামস।
গত ২৯ মার্চ ভোররাত ৪টায় শামসকে সাভারে তার বাসা থেকে সাদা পোশাকে তুলে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ৩ এপ্রিল কারাগার থেকে মুক্তি পান শামস।