পড়া হয়েছে: ২৫
চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার রেজা মুজাম্মেলের বাবা মুহাম্মদ আবদুল কাদের সওদাগর ইন্তেকাল করেছেন।
আজ সোমবার (১৩ মে) ভোরে চট্টগ্রাম মহানগরীর বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে আবদুল কাদের সওদাগরের বয়স হয়েছিল ৮১। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে যান।
আজ আছরের নামাজের পর চট্টগ্রামের পটিয়া কোলাগাঁও ইউনিয়নের চাফড়ি গ্রামে জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক রেজা মুজাম্মেলের বাবার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ গভীর শোক জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/এসআইএস