পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাবেক অর্থ সম্পাদক, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাহী সদস্য এস এম জাহেদুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনি রোগী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজ্ঞাপন সংস্থা অ্যাড ব্যাংকের সত্ত্বাধিকারী ছিলেন।
এস এম জাহেদুল হক দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে বহু আত্মীয়-স্বজন সহকর্মী রেখে যান।
শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক মসজিদ চত্বরে প্রথম দফা ও সাতকানিয়ার কাঞ্চনায় বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ