চাটগাঁ নিউজ ডেস্ক: সাংবাদিক জাহেদুল করিম কচিসহ সাতজনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য নিয়োগ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। যেখানে আরো রয়েছেন স্থপতি, আইনজীবীসহ নানান পেশার বিশিষ্ট ব্যক্তিগণ। আগামী তিন বছরের জন্য তাদের এই নিয়োগ দেয়া হয়েছে।
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন শাখা) মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে আজ রবিবার এটি জানাজানি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫(১) (ড) ও ৫ (২) ধারা অনুযায়ী ওই সাতজনকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর করা হবে।
নতুন বোর্ড সদস্যরা হলেন – ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, এবিনিউজ২৪বিডিডটকমের রেসিডেন্ট এডিটর এ এস এম জাইদুল করিম, হাজী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থপতি সৈয়দা জারিনা হোসাইন, স্থপতি ফারুক আহম্মেদ, মো. সাখাওয়াত হোসাইন এবং অ্যাডভোকেট সৈয়দ কুদরত আলী।
চাটগাঁ নিউজ/জেএইচ