সশস্ত্র বাহিনী দিবসে চট্টগ্রামে সবার জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, চাঁদপুরে নির্ধারিত জায়গায় জনসাধারণের পরিদর্শনের জন্য বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে।

সোমবার (১৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেখানে, চট্টগ্রামের নিউমুরিং নেভাল বার্থে থাকবে বানৌজা সমুদ্র অভিযান, ঢাকার সদরঘাটে বানৌজা চিত্রা, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা শহীদ আখতার উদ্দিন, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা কপোতাক্ষ, বরিশালের বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা বরকত এবং চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে থাকবে বানৌজা শহীদ দৌলত ।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) সমুদ্র অভিযান বাংলাদেশ নৌবাহিনীর হ্যামিল্টন-শ্রেণীর একটি ফ্রিগেট জাহাজ। জাহাজটি গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যূতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।

বানৌজা সমুদ্র অভিযান ১৯৬৯-২০১৫ সাল পর্যন্ত মার্কিন কোস্টগার্ড বহরে ইউসিজিএস রাশ নামে কর্মরত ছিলো। পরর্বতীতে বাংলাদেশ সরকার এক্সসেস ডিফেন্স আর্টিক্লেস এর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করে। জাহাজটি ৫ মে, ২০১৫ সালে নৌবাহিনীর নিকট আনুষ্ঠনিকভাবে হস্তান্তর করা হয়।

পরিশেষে ১৯ মার্চ, ২০১৬ সালে জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করে।

চাটগাঁ নিউজ/এফএস/জেএইচ

Scroll to Top