নিজস্ব প্রতিবেদক : নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় বাঁশ কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ ইসমাইল (৪২) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং সংলগ্ন শাহ সুফি কোরবান আলী শাহ মাজার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইসমাইল ওই এলাকায় কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২ টার দিকে মাজার বাড়ি উত্তর কোণে অবস্থিত একটি বাঁশ বাগানের দখল সূত্র দাবি করে এক ব্যক্তি বাঁশ কাটতে যান। এসময় ওই বাঁশ বাগানের প্রকৃত দখলদার দাবি করে মোহাম্মদ ইসমাইল ও তার চাচাতো ভাই জালাল তাকে বাঁধা দেন। এক পর্যায়ে ইসমাইল- জালাল আর ওই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় স্থানীয়রা এসে উভয়পক্ষকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয় এবং উভয় পক্ষকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর মোহাম্মদ ইসমাইল অন্য একটি কাজে বের হন। এসময় রাস্তায় একা পেয়ে অপর পক্ষের লোকজন মোহাম্মদ ইসমাইলকে কাঠের পাট্টা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এতে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত মোহাম্মদ ইসমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুলতান আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগীর পক্ষে এখনো থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। এটা একটি হত্যাকাণ্ড। ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
চাটগাঁ নিউজ/ইউডি