সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ভর্তি শুরু, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ সারাদেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

এরপর ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে অপেক্ষামাণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। বিষয়টি চট্টগ্রাম মহানগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সচিব নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে ১ম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সব কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত একটি নির্দেশনা সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রধানদের পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য সচিব ও হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আমিন বলেন, আজ বৃহস্পতিবার থেকে মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষামাণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

ভর্তির সময় যা যা লাগবে:
নির্বাচিত শিক্ষার্থীর আবেদন পত্রের মূলকপি ও লটারিতে নির্বাচিত হওয়ার অনলাইন কপি। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (মূলকপি দেখাতে হবে)। শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। অনলাইন জন্ম নিবন্ধন কপি (মূল কপি প্রদর্শন করতে হবে)। এছাড়া, অনলাইন জন্ম নিবন্ধন সনদের নম্বর ও ফলাফলে প্রদর্শিত নিবন্ধন নম্বরের সাথে মিল থাকতে হবে। পূর্বের বিদ্যালয়ের ছাড়পত্রের (টিসি) মূলকপি। নবম শ্রেণির ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে।

জানা যায়, ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং ১ম অপেক্ষমাণ ও ২য় অপেক্ষমাণ তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

১ম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমানুসারে ২ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবশ্যিকভাবে ভর্তির সব কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top