সন্দ্বীপে কোস্টগার্ডের উপর জেলেদের হামলা

সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করছিল জেলেরা। খবর পেয়ে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের ৪ সদস্যদের একটি দল। অভিযানে উপজেলার পন্ডিতের হাট থেকে বেশকিছু জাটকা জব্দ করা হয়। এসময় মাছ ব্যবসায়ী ও জেলেরা হামলা চালিয়ে মাছ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় তাজুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এসময় হাটে আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। কিন্তু ঝাটকা শিকার বন্ধ হচ্ছে না। খবর পেয়ে সন্দ্বীপের পন্ডিতের হাটে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে বেশকিছু ঝাটকা জব্দ করা হয়। এক পর্যায়ে মাছ ব্যবসায়ী ও জেলেরা মিলে অভিযান দলের উপর হামলা চালিয়ে ঝাটকাগুলো ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা চাটগাঁ নিউজকে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জেলেদেরকে সাবধান করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এসএ

Scroll to Top