পড়া হয়েছে: ২৭
সিপ্লাস ডেস্ক: আগামী ৩০ জুলাই শুরু হবে শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এলপিএল)। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এলপিএলে খেলার সুযোগ পেলেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ ও তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
চলতি বছরে জাতীয় দলে সুযোগ পেয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তাওহিদ হৃদয়। নান্দনিক পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেলেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
এলপিএলের দল জাফানা কিংস থেকে অফার দেওয়া হয়েছে হৃদয়কে। ইতোমধ্যেই এ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের জায়গায় এলপিএলে খেলবেন হৃদয়। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার কারণে এলপিএলের শুরুর দিকে অংশ নিতে পারছেন না শোয়েব মালিক।