চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর একমাত্র সমুদ্রসৈকত হিসেবে পরিচিত পতেঙ্গা সৈকত শৃঙ্খলায়িত হওয়ার পথে। তারই প্রথম ধাপ হিসেবে সৈকতের ৩১টি দোকান স্থানান্তর করা হয়েছে। আর এই শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ‘বিচ ম্যানেজমেন্ট কমিটি’।
রোববার (১৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই স্থানান্তর কার্যক্রম। কার্যক্রম তদারকি করেন পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
তিনি বলেন, বিচ ম্যানেজমেন্ট কমিটির মহাপরিকল্পনার অংশ হিসেবেই প্রথম পর্যায়ে আমরা ৩১টি দোকান সমুদ্রের সাইড থেকে কান্ট্রি সাইডে স্থানান্তর করেছি। ধাপে ধাপে পুরো সমুদ্র সৈকত এলাকা বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মপরিকল্পনা অনুযায়ী সাজানো হবে। আজকে শুধু স্থানান্তর কাজটি করেছি।
জানা গেছে, জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তমতে সমুদ্র অংশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কান্ট্রি সাইডে শিফট করা হবে। প্রত্যেকটি দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপ হবে এবং নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা হবে। পরিবেশগত দিক বিবেচনা করে দোকান করা হবে যেন ঝড়-বৃষ্টি ও বাতাসে ঠিক থাকে।
এছাড়া বিচ ম্যানেজমেন্ট কমিটি দ্রুত সময়ের মধ্যে বিচের পরিচ্ছন্নতাকর্মী নিয়োগসহ আরও বেশকিছু উন্নয়নমূলক কর্মসূচির উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ