শুরুর ধাক্কা সামলিয়ে সৌম্য-মিরাজের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ৯ রানে নেই ২ উইকেট। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও যাচ্ছেতাই শুরু করেছিল বাংলাদেশ। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে তারা। যেখানে ভূমিকা রেখেছে সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজের শতরানের জুটি।

দু’জনই পেয়েছেন হাফসেঞ্চুরি। তবে দলীয় ১৪৫ রানে এলবিডব্লুর ফাঁদে আউট হয়েছেন সৌম্য সরকার, করেছেন ৭৩ বলে ৭৩ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ওভারে ৩ উইকেটে ১৬৬ রান। যেখানে মিরাজ অপরাজিত আছেন ৬৬ রানে আরে আফিফ আছেন শূণ্য রানে।

ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আলজেরি জোসেফের প্রথম ওভারেই ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার। ব্রান্ডন কিং স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন। শূন্য রানে জীবন পান সৌম্য।

তবে আলজেরি জোসেফের পরের ওভারে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন তানজিদ হাসান তামিম। ৫ বলে শূন্য করেই সাজঘরে ফেরেন এই ওপেনার। এক বল পর লিটন দাসও উইকেট বিলিয়ে দিয়ে আসেন, অনেক বাইরে বলে শট খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে ধরা পড়েন ২ বলে ০ করে। ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর শতরানের জুটি গড়েন মিরাজ আর সৌম্য। মিরাজ চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি তুলে নেন। সৌম্যও পান প্রথম ফিফটির দেখা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top