চাটগাঁ নিউজ ডেস্ক : ২০২১ কোপা আমেরিকার শিরোপার পর ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপ ট্রফি। এতেই সবশেষ এই তিন শিরোপার মধ্যে এবার কোপার রাজত্ব ধরে রাখার মিশনে নামছে মেসি-ডি মারিয়ারা।
বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা আছে গ্রুপ ‘এ’-তে। সেখানে বাকি দুই প্রতিপক্ষে চিলি ও পেরু।
উরুগুয়ের সমান ১৫টি কোপার শিরোপার মালিক আর্জেন্টিনা। এতেই আসন্ন এই আসরটি মেসিদের জন্য দক্ষিণ আমেরিকার এই শ্রেষ্ঠত্বর আসরে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করার।
ফুটবল বিশ্বের সবশেষ বৈশ্বিক-মহাদেশীয় আসরগুলোতে একক রাজত্ব চলছে আর্জেন্টিনার। সবশেষ দশকেও যখন শিরোপা ‘খরা’ শব্দটির সঙ্গে বেশ বনিবনা ছিল আলবিসেলেস্তেদের, তখন চলতি দশকে একের পর এক বড় শিরোপায় সেজেছে তাদের ট্রফির শোকেস।
সবশেষ পুরো এক যুগ ধরে বৈশ্বিক বা মহাদেশীয় কোনো আসরে আর্জেন্টিনার অংশগ্রহণ এবং সেখানে সবার নজর মেসির দিকে থাকবেনা সেটা যেন প্রায় অসম্ভব কল্পনা। ২০১৬-তে এই কোপার ফাইনালে হেরেই যখন অবসরের ঘোষণা দিয়েছিল মেসি, সেখানে অবসর ভেঙে ফিরে মেসি যেন এখন পরিপূর্ণ। আর দিন তিনেক পরই ৩৭ বছর পূর্ণ করবেন ফুটবল বিশ্বের এই অন্যতম মহাতারকা। এবং আরও একবার তার নেতৃত্বেই কোপার আসরে নামছে আলবিসেলেস্তেরা।
এই টুর্নামেন্টে ক্যানাডা অনেকটাই নতুন। তবে তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। কোপায় নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে লিওনেল স্কালোনই বলেন, ‘কানাডা বেশ ভালো দল, যাদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে, নতুন কোচ আছেন যিনি দলে নতুন দর্শন নিয়ে এসেছেন। তারা কঠিন এক প্রতিপক্ষ। তবে আমরা আমাদের খেলাটা খেলতে প্রস্তুত।’
আর্জেন্টিনার কোপা স্কোয়াড
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ
ডিফেন্ডার : গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেয়া, লুকাস এম কুয়ার্তা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার : গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো প্যারেদেস, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পল, অ্যাজাকুয়েল প্যালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো
ফরোয়ার্ড : লিওনেল মেসি, আলেসান্দ্রো গার্নাচো, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আনহেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, নিকোলাস গঞ্জালেস
চাটগাঁ নিউজ/এআইকে