চাটগাঁ নিউজ ডেস্ক : রাজধানীর তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মো. তৌহিদুল হক হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তৌহিদের বড় ভাই তারিকুল ইসলাম এ মামলা করেন। আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি সাদেক খান, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও শ্রমিকনেতা শাজাহান খান, গোলাম মারুফ মজুমদার (নিঝুম মজুমদার), মুনতাসীর উদ্দিন খান মামুন।
বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেন।
গত ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ভর্তিইচ্ছুক শিক্ষার্থী মো. তৌহিদুল হক।
চাটগাঁ নিউজ/এআইকে