শাহ আমানতে কম্বলে মুড়িয়ে স্বর্ণ পাচারের চেষ্টা, আটক ৩

চাটগাঁ নিউজ ডেস্ক : কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে স্বর্ণ পাচারে জড়িত দুবাই থেকে আসা তিন যাত্রীকে শাহ আমানত বিমানবন্দরের এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা।

সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

আটক যাত্রীরা হলেন- চকরিয়ার বাসিন্দা মোবারক আলি, সাতকানিয়া উপজেলার মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার ভোর ৬টা ৪৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের তিন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইআইডি) সদস্যরা তাদের আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাপড়ে পেস্টিং করে কম্বলের ভেতরে মুড়িয়ে রাখা এক কেজি স্বর্ণ জব্দ করা হয়। আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর তাদের পতেঙ্গা থানায় সোপর্দ করা হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top