শাহ আমানতে আবারও ফ্লাইট শিডিউল বিপর্যয়

চাটগাঁ নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে আবারও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল সোয়া ৭টা থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে এই বিপর্যয় ঘটে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ওমানের মাস্কাট থেকে আসা দুটি এবং কাতারের দোহা থেকে আসা চট্টগ্রামগামী একটিসহ মোট তিনটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে ২০৩ জন যাত্রী নিয়ে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট (ওএমএস ৪০১) এবং একই গন্তব্য থেকে ১৫৭ জন যাত্রী নিয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট (বিএস ৩২২) চট্টগ্রামে নামতে না পেরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

কুয়াশা কেটে যাওয়ায় বেলা ১১টা ১৮ মিনিটে সালাম এয়ারের ফ্লাইট এবং দুপুর ১২টা ২৬ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইটটি শাহজালাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে কাতারের দোহা থেকে ১৫০ জন যাত্রী নিয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের ফ্লাইট (বিএস৩৩৪) চট্টগ্রামে নামতে না পেরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যময়তা কম থাকায় ওই তিনটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

তিন ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top