শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীঅরবিন্দ উচ্চ বালিকা বিদ্যাপীঠ যথাযথ মযার্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২১ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ে হলরুমে প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্দ্দন চৌধুরী রঘু ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সজল কান্তি চৌধুরী, প্রধান বক্তা ছিলেন ইউ পি সদস্য সাদেক হোসেন।

দশম শ্রেণির শিক্ষার্থী জয়শ্রী দাশ ও  জান্নাতুল তানজিম জুঁই এর যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দীপেন চক্রবত্তী,  পশ্চিম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুন্টু শর্মা, শিক্ষক প্রদীপ কুমার কর, সুনীল কান্তি নন্দী,অংকুর খেলাঘর আসরের সাধারন সম্পাদক পুলক চক্রবর্ত্তী, এস এম কামরুল হাসান, শিক্ষিকা রূপ্না দত্ত,রীণা ভৌমিক, বিউটি নাথ,শেফু ধর,ফৌজিয়া খান প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে গান, কবিতায়  অংশগ্রহণ করেন শ্রীজা দাশ জৈশী,দীপা চক্রবর্ত্তী, জান্নাতুল নাঈম সাইমা, পায়েল ঘোষ,পূর্ণতা আচার্য,অন্বেষা সেনগুপ্ত, প্রিয়া দেব, উর্মি আকতার, ফারিয়া রহমান স্বর্ণা দিয়া চৌধুরী, শ্রাবণী দেবী,সাবেকুন নাহার সনি,অন্তরা চক্রবর্ত্তী ।

সার্বিক সহযোগিতা করেন অনজন নাগ,চন্দন চক্রবর্ত্তী,মুন্নী নাথ, ও জয়ন্ত দাশ।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top