পড়া হয়েছে: ২৫
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড়ে আগুনে পুড়েছে একটি মোটর গ্যারেজের দোকান। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত ১২টা ২৩ মিনিটের দিকে দেওয়ান হাট মোড় এলাকায় আরমান হোটেলের পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের মোবিলাইজার কফিল উদ্দিন বলেন, ‘শর্ট সার্কিট থেকে ওই মোটর গ্যারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হই আমরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চাটগাঁ নিউজ/জেএইচ