শনিবার শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী

চাটগাঁ নিউজ ডেস্ক : আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) আনোয়ারা উপজেলা পার্কে দিনব্যাপী এই আয়োজনে প্রথম পর্বে থাকছে অতিথি বরণ, আলোচনা, একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে ও বনভোজন। দ্বিতীয় পর্বে কেক কাটা ও পুরস্কার বিতরণ।

এতে অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তি ও একাডেমির প্রাক্তন শিক্ষার্থীরা।

শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজ বলেন, শাওলিন কুংফু একাডেমি দীর্ঘ দুই যুগ ধরে কোমলমতি শিশু-কিশোরসহ তরুণদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠার অনুকূল পরিবেশ নিশ্চিত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ এই জার্নিতে অনেকের সহযোগিতা পেয়েছি। ফলে এই একাডেমি শিশু-কিশোরদের সামাজিক, মানসিক ও দৈহিক সুস্থতার বিকাশ ঘটিয়ে উপজেলার গণ্ডি ছাড়িয়ে পার্শ্ববর্তী উপজেলাও বিস্তৃতি লাভ করেছে। সবার সহযোগিতায় এই অগ্রগতি আরও বেগবান হবে প্রত্যাশা করি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top