কাপ্তাই প্রতিনিধি: মা মনসার পুজা এবং দুই শতাধিক পাঁঠা বলির মাধ্যমে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা ও শিলছড়ির ওয়াগ্গাতে শুক্রবার (১৮ আগস্ট) সকাল হতে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হলো হিন্দু দেবতা সর্পদেবী মা মনসার পুজা।
এই উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভীড় লক্ষ্য করা গেছে ।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, কাপ্তাইয়ের ৫ টি এলাকায় ২ শতাধিক পাঁঠা ছাগল এবং হাঁস বলির মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা মা মনসার পুজা করেছেন।
কাপ্তাই লকগেইট জয়কালী মন্দির ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও জয়কালী মন্দির এর পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, এদিন তিথী অনুযায়ী সকাল ৯ টার আগ পর্যন্ত এবং ১০.৪৫ হতে ৫ টা পর্যন্ত বলি দিতে পারবেন ভক্তরা।
রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এই বছর এই মন্দিরে ৮০ টি ছাগল বলি দেওয়া হয়েছে এবং কিছু হাঁসও বলি দেওয়া হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক অভিজিৎ দাশ কিষান জানান, এই বছর মিশন এলাকায় ৪৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।
কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকার ইউপি সদস্য নীল কান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপো এলাকায় ২৫ টি ছাগল বলি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত- শ্রাবন মাসের ১ তারিখ হতে মা মনসার পুজাকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে মা মনসার পুঁথি পাঠ শেষে সনাতন সম্প্রদায়ের লোকজন শ্রাবন মাসের শেষে এই পুজা করে থাকেন।