পড়া হয়েছে: ৪১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় জিআর সাজা পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামি মো. মুসলেম হোসাইন নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুসলেম হোসাইন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রশিদ মাঝির পাড়ার রফিক ড্রাইভারের পুত্র। তিনি যুবদল লোহাগাড়া উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক বলে জানা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মোসলেম হোসাইন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাঁর অবস্থান নিশ্চিত হতে পেরে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে ৩টি জিআর পরোয়ানা, ১টি জিআর সাজা পরোয়ানা ও ১টি নিয়মিত মামলাসহ ৫টি মামলা রয়েছে বলেও জানান।
চাটগাঁ নিউজ/এসএ