পড়া হয়েছে: ২১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকায় সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা গুঁড়ি দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, পরীর পাহাড় এলাকায় সরকারি খাস জমিতে প্রায় ১৭টির মতো দোকান গড়ে উঠেছিল, সেগুলো আমরা উচ্ছেদ করছি। এই জমিতে প্রায় ১৪ দশমিক ৩৬ শতক সরকারি জায়গা রয়েছে।
তিনি আরও জানান, এই এরিয়াতে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ আদালত প্রাঙ্গন রয়েছে। এখানে উঠানামার যে রাস্তাটি রয়েছে সেটি খুবই সরু। তারওপর এই অবৈধ স্থাপনাগুলো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। ফলে চলাফেরায় অসুবিধা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এসএ