লামায় দেশীয় বন্দুকসহ যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে একনলা দেশীয় বন্দুকসহ এক আদিবাসী যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে মাংলাও মারমা (২১) নামের এক আদিবাসী যুবককে তল্লাশি করে বাহিনী। এসময় তার কাছ থেকে বস্তা মোড়ানো অবস্থায় একনলা গাদা বন্দুক উদ্ধার করেন চেকপোস্টে কর্তব্যরত সেনা ও পুলিশ সদস্যরা।

মাংলাও মারমা(২১) ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়ার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ বনপুর বাজার হতে ইয়াংছা চেকপোস্ট অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামিল হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, অজ্ঞাত আসামীরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে এক নালা দেশীয় বন্দুকটি অজ্ঞাত কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করেন।

লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, থানায় হস্তান্তর পরবর্তী অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top