লামায় ত্রিপুরা পল্লীর ১৬ জুমঘর আগুনে পুড়ে ছাই

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে এক ত্রিপুরা পল্লীর ১৬টি জুম ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৮নং ওয়ার্ড পূর্ব বেতছড়া টঙ্গঝিরি নামক স্থানে এ অগ্নি দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) রুপায়ন দেব। তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিক একটি করে কম্বল, চাল, ডাল প্রদান করেন।

ক্ষতিগ্রস্তরা হলেন- গুংগামনি ত্রিপুরা, সিয়ান্দ্র ত্রিপুরা, চন্দ্রমনি ত্রিপুরা, বিদ্যাচন্দ্র ত্রিপুরা, অজারাম ত্রিপুরা, ডা. রুমানিক বিপুষ্প, পাগ্রেন ত্রিপুরা, বিজয় ত্রিপুরা, সার্কেল, জয়চন্দ্র ত্রিপুরা, গুংগারাং ত্রিপুরা, তিকরাম, অনসারাই ত্রিপুরা, জানালি ত্রিপুরা, তারাসিং বিপুল, রাশিচন্দ্র ত্রিপুরা ও বদির ত্রিপুরা।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) এনামুল হক অগ্নিকাণ্ডে ১৬টি জুমঘর পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top