চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার, মহেশখালী থেকে সংগৃহিত লবণ পরিশোধনের জন্য ট্রাকে করে চট্টগ্রামে আনা হয়। এই লবণ পরিবহনের সময় ট্রাক থেকে লবণ পানি সরে ব্যস্ত সড়কে পড়ে। আর এতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক পিচ্ছিল হয়ে যায়। এই পিচ্ছিল সড়কের উপর শীতের কুয়াশা পড়লে তা হয়ে উঠে আরও বিপজ্জনক। পিচ্ছিল সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি মোটর সাইকেল পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে অজ্ঞাত একটি গাড়ি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তর সরকার নামে এক বাইক আরোহির মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি ঢাকা শান্তিনগর এলাকার অপু সরকারের ছেলে। তারা ঢাকা থেকে বাইকার গ্রুপের সঙ্গে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।
দোহাজারি হাইওয়ে থানার উপ-পরিদর্শক রাকিব বিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শীত মৌসুমে কুয়াশার সঙ্গে লবণবাহী গাড়ির পানিতে সড়ক অতিমাত্রায় পিচ্ছিল হয়ে থাকে। ফলে এই মহাসড়কে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটতে থাকে।
চাটগাঁ নিউজ/ইউডি