লক্ষ্মীপুরে একাধিক খুন : সাবেক উপজেলা চেয়ারম্যান চট্টগ্রামে ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে একাধিক খুনের মামলার আসামি লক্ষ্মীপুরের সাবেক এক উপজেলা চেয়ারম্যানকে চট্টগ্রামে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ডবলমুরিং থানার বলিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রাশেদ লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক।

র‌্যাব চট্টগ্রাম জোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাশেদ লক্ষ্মীপুর জেলা সদরের ঝুমুর মোড়ে এক সমাবেশে হামলা করে আফনান নামে এক ছাত্রকে হত্যা করেন।

এর প্রতিবাদে বের হওয়া মিছিলে রাশেদ ও তার সহযোগীরা গুলি করে আরও অন্তত পাঁচজনকে হত্যা করেন। এর মধ্যে সাব্বির নামে নিহত একজনের বাবা বাদী হয়ে রাশেদসহ ৯১ জনের নামে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।

গত ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেফতার এড়াতে রাশেদ চট্টগ্রাম নগরীতে এসে আত্মগোপন করেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতারের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top