পড়া হয়েছে: ৫৫
চাটগাঁ নিউজ ডেস্ক: ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৫৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান যথারীতি পঞ্চমে। এদিকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই রয়েছে। জামাল ভূঁইয়ার দল আছে ১৮৩ নম্বরে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরের চারটি স্থানে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম ও ব্রাজিল।