রোহিঙ্গা ক্যাম্পের মাঝি অপহরণ : পরিকল্পনাকারী সালাম গ্রেফতার

কক্সবাজার সদর প্রতিনিধি : কক্সবাজার পৌরসভার সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর হেড মাঝি মোঃ রফিক’কে অপহরণের অন্যতম পরিকল্পনাকারী আসামী সালামকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫ কক্সবাজার।

গত ২১ এপ্রিল কক্সবাজার আদালতে সাক্ষ্য প্রদান করতে এসে অপহরণের শিকার হন  রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর হেডমাঝি মোহাম্মদ রফিক।

অপহরণকারীরা তাকে তুলে চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার পর তারই মোবাইল থেকে স্বজনদের মোবাইলে কল দিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।অন্যথায় তাকে হত্যা করে পাহাড়ের ঝিরিতে ফেলে দেওয়ার হুমকিও দিয়ে ছিল অপহরনকারীরা।

তখন প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন দুর্গম দরিয়া নগর পাহাড়ে অবস্থিত অপহরণকারীদের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে অপহৃত রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর হেড মাঝি মোঃ রফিককে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ শাহ আলম (৪২) কে ও গ্রেফতার করা হয়েছিল।

র‌্যাব-১৫ এর  সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ আবু সালাম চৌধুরী জানান, সেই মামলার ই আসামী সালাম (৩৪) গ্রেফতার হয়েছে রেব এর হাতে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

চাটগাঁ নিউজ/প্রতিনিধি/এসআইএস

Scroll to Top