উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের চার সদস্য প্রতিনিধি দল ৷ বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে ৪-৫নং রোহিঙ্গা ক্যাম্পে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন ৷
চার সদস্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোপোরেশনের মানবিক সহায়তা বিভাগের প্রধান ডমিনিক স্টিল হার্ট, সুইস হিউম্যান এইডের প্রোগ্রাম অফিসার লরিসা সিম্যান, নেক্সাস প্রোগ্রাম ম্যানেজার আইরিন হফস্টারটার, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার খালিদ বিন মাসুদ ৷
এপিবিএন সূত্রে জানা যায়, উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/০১ এ ইউএনএইচসিআরের ডাটা রেজিষ্ট্রেশন সেন্টার এবং ডাব্লিউএফপির ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করেন। এই সময় উক্ত প্রতিষ্ঠানের খাদ্যদ্রব্য আটা, ডাল, সয়াবিন তেল, ডিম ইত্যাদি) পর্যবেক্ষন করে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশনামূলক পরামর্শ দেন ৷ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনআইসিইএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা কোডেক এর পরিচালিত শিশু শিক্ষা সেন্টার এবং উন্নয়ন সংস্থা এনজিও ফোরামের জুট ব্যাগ প্রোডেকশন সেন্টারও পরিদর্শন করেন৷
বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাসের ৪ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন আরআরআরসি প্রতিনিধি, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও সিআইসি প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, এনজিও সংস্থার প্রতিনিধি, ক্যাম্প মাঝি সহ প্রমুখ ৷
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন