রোনালদোর মাইলফলক ছোঁয়ার দিনে পর্তুগালের জয়

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। তাতেই মাইলফলকটা ছুঁয়ে ফেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমানে একমাত্র সক্রিয় খেলোয়াড় হিসেবে ছুঁয়ে ফেলেন ৯০০তম গোলের মাইলফলক।

তার এমন স্মরণীয় রাতে পর্তুগালও ম্যাচটা জিতেছে। ক্রোয়েশিয়াকে হারিয়েছে ২-১ ব্যবধানে।

গত রাতে ম্যাচের ৩৪ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। নুনো মেন্দেজের ক্রসে দারুণ এক ভলি করে গোলটা করেন রোনালদো।

তাতেই ৯০০তম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এই গোলগুলোর অর্ধেক তিনি করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তার আগে পরে স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাস ও আল নাসরের হয়ে করেছেন আরও গোল।

এরপর দিয়োগো দালো পর্তুগালের হয়ে গোল করেন আরেকটা। তবে দলটার দুই গোলের লিড এক গোলে নেমে এসেছে কিছুক্ষণ পরই। সেটাও এই দিয়োগোর কল্যাণেই। প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে দেন দিয়োগো দালো।

তবে শেষমেশ পর্তুগাল ম্যাচটা জিতেছে ২-১ ব্যবধানে। তাতে রোনালদোর মাইলফলক ছোঁয়ার দিনটাও রাঙিয়েছে দলটা।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top