পড়া হয়েছে: ৬৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারের তামাকুমণ্ডি লেইনের একটি মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে মোহাম্মাদিয়া মার্কেটে একটি দোকান থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
আগুন নির্বাপনে কাজ করছে নগরীর বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের নয়টি ইউনিট।
রাত তিনটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসে ইউনিটগুলো আগুন নির্বাপনে কাজ চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তামাকুমণ্ডি লেইনের বাহার মার্কেটের পাশে মোহাম্মাদিয়া প্লাজায় আগুন লেগেছে আমাদের নয়টি ইউনিট আগুন নিরাপনে কাজ করছে। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনো জানা যায়নি।
চাটগাঁ নিউজ/এসআইএস