চাটগাঁ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় ২৯০টি মেডিক্যাল টিম গঠন করছে জেলা সিভিল কার্যালয়। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলার প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিম, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি, প্রতি আরবান ডিসপেন্সারীতে ১টিসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে ২০০টি, প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি, আরবান ডিসপেনসারি ৯টিতে ৯টি, স্কুল হেলথে ১টি, জেনারেল হাসপাতাল ৫টি গঠন করা হয়েছে।
এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে জরুরি কন্ট্রোল রুম।
চাটগাঁ নিউজ/এসএ