আন্তর্জাতিক ডেস্ক: বাইডেন প্রশাসন শুক্রবার (১০ জানুয়ারি) রাশিয়ার জ্বালানি খাত, বিশেষ করে তেল শিল্পের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপের লক্ষ্য ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থায়ন বন্ধ করা।
প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ আগে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত। এই নিষেধাজ্ঞাগুলো বিশ্ব জ্বালানি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভ এবং আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে শক্তিশালী অবস্থান রেখে যেতে চায় বাইডেন প্রশাসন। তারা আশা প্রকাশ করেছেন যে নতুন প্রশাসন এই নিষেধাজ্ঞাগুলো বজায় রাখবে এবং প্রয়োগ করবে।
নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি- গ্যাজপ্রম নেফট এবং সুরগুতনেফতেগাস, এবং প্রায় ২০০টি তেলবাহী জাহাজ রয়েছে। এই জাহাজগুলোর অনেকেই নিষেধাজ্ঞা এড়ানোর জন্য পরিচিত ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ বলে অভিযোগ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন এবং রফতানিতেও প্রভাব ফেলবে।
একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমাদের এই পদক্ষেপ রাশিয়ার প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার ক্ষতির কারণ হবে।’
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আরোপিত এই নিষেধাজ্ঞা ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখার কৌশলের অংশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য চূড়ান্ত সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার। পেন্টাগন জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের জন্য ৪ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্থ বরাদ্দ থাকবে।
বাইডেন প্রশাসন স্বীকার করেছে, ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা বজায় রাখবে কিনা, তা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। তবে কর্মকর্তারা বলেছেন, রাশিয়া নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করলেও তা ব্যয়সাপেক্ষ হবে।
তেলের বাজারে শুক্রবার (১০ জানুয়ারি) দাম বাড়ার লক্ষণ দেখা গেছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৭ ডলারে পৌঁছেছে, আর ব্রেন্ট ক্রুড ৩.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম ৮০ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিতে জটিলতা এবং অস্থিরতা বাড়াবে।
চাটগাঁ নিউজ/জেএইচ