রামুতে রাসেল’স ভাইপার সন্দেহে অজগরকে পিটিয়ে মারল এলাকাবাসী

রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে রাসেল’স ভাইপার সন্দেহে অজগরকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী।

শনিবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার এলাকার পানের বরজ থেকে রাসেল’স ভাইপার সন্দেহে অজগর সাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া সাপটিকে বিষাক্ত রাসেল ভাইপার ভেবে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী।

স্থানীয় সংবাদকর্মী মোহাম্মদ সাইদুজ্জামান জানান, মোস্তাক নামের এক চাষী পানের বরজে গেলে সাপটি দেখতে পাই। এতে আতঙ্কিত হয়ে লাঠি নিয়ে সজোরে আঘাত করে সাপটিকে অজ্ঞান করা হয়। পরে সেটি তিনি লোকালয়ে নিয়ে আসেন। এসময় এলাকার লোকজন সাপটিকে পুনরায় পিটিয়ে মেরে ফেলে। তবে অনেকেই বলছে এটি বিষাক্ত রাসেল’স ভাইপার না। রাসেল’স ভাইপার ভেবে অজগর সাপকে মেরে ফেলা হয়েছে।

স্থানীয় আবুল কাশেম নামের এক ব্যক্তি জানান, সাপটিকে দেখার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পানের বরজ ও ফসলের মাঠে এই ধরনের আরও সাপ থাকতে পারে। মানুষ বাসাবাড়িতেও সাপ দেখলে আঁতকে উঠছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন রামু উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

চাটগাঁ নিউজ/কফিল/এসএ

Scroll to Top