রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ভূট্টো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল সরওয়ার কাজল (আনারস) ১৬ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। সোহেল সরওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আবদুল্লাহ সিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মুসরাত জাহান মুন্নী।
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও শান্তিপূর্ণ পরিবেশে বুধবার (২৯ মে) ইভিএম পদ্ধতিতে রামু উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. আবদুল্লাহ সিকদার (চশমা) ২৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালাহ উদ্দিন (তালা) ১২ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুসরাত জাহান মুন্নী (প্রজাপতি) ৩৪ হাজার ৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আফসানা জেসমিন পপি (কলস) ২৭ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, রামুতে কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়নি। নির্বাচনে উপজেলার এগারটি ইউনিয়নের ৬৪ ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো। ভোটগ্রহণ চলাকালে সার্বক্ষণিক মাঠে ছিলেন এগারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি মাঠ পর্যায়ে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত ছিলো বিপুল সংখ্যক বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য।
চেয়ারম্যান পদে বিজয়ী সিরাজুল ইসলাম ভূট্টো ২০১১ ও ২০২২ সালে অনুষ্ঠিত নির্বাচনে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। রামু উপজেলা পরিষদের এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে গত ২৯ এপ্রিল ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আবদুল্লাহ সিকদার পেশায় ব্যবসায়ী। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মুসরাত জাহান মুন্নী রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা।
রামু উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিল ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ এবং মহিলা ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।
চাটগাঁ নিউজ/কফিল/এসএ