রামু প্রতিনিধি : কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৈইন্দা ৮ নং ওয়ার্ড খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো- খন্দকার পাড়া এলাকার গিয়াস উদ্দীনের ছেলে সালাহ উদ্দিন প্রকাশ মো. খোকা (৯) ও একই এলাকার মৃত ফজল আহম্মদের ছেলে আব্দু শুক্কুর (১০)। তারা স্থানীয় আল ইকরা মডেল একাডেমির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জাফর আলম।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনার জানান, রবিবার রাতে রামু উপজেলার বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সকালে পাহাড়ি ছড়ায় ৪/৫ জন শিশু গোসল করতে গেলে তিন শিশুপানিতে ডুবে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলেও দুজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ